রুশ পরমাণু অস্ত্র ব্যবহারের ইঙ্গিত পায়নি সিআইএ

ইউক্রেনে পারমাণবিক অস্ত্র ব্যবহারের রাশিয়ার পরিকল্পনার কোন ইঙ্গিত পায়নি যুক্তরাষ্ট্র।

আজ রবিবার (৮ মে) যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা- (সিআইএ) এর প্রধান উইলিয়াম বার্নস এ কথা জানান।

তিনি বলেন, ইউক্রেনে কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহারে রাশিয়ার পরিকল্পনার এখন পর্যন্ত বাস্তব কোনও প্রমাণ মেলেনি।

ব্রিটিশ দৈনিক ফিনান্সিয়াল টাইমসের আয়োজিত কনফারেন্সে তিনি বলেন, ইউক্রেনে রাশিয়ার পরমাণু হামলার ঝুঁকি থাকায় গোয়েন্দা সংস্থাগুলো তীক্ষ্ম পর্যবেক্ষণে রেখেছে।

ইউক্রেনে অভিযানের কিছুদিনের মধ্যেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজ দেশের পারমাণবিক বাহিনীকে ‘সর্বোচ্চ সতর্ক’ থাকার নির্দেশ দিয়ে ‘প্রস্তুত’ থাকতে বলেন। তার এই নির্দেশ থেকেই ইউক্রেন যুদ্ধকে বৃহত্তর পারমাণবিক সংঘাতে পরিণত করার ইঙ্গিত থাকতে পারে বলে অনেকে মনে করছেন। 

রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেন, 'যদি একটি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় তাহলে এতে পারমাণবিক অস্ত্র ব্যবহৃত হবে। এটি হবে ধ্বংসাত্মক'।

সূত্র: বিবিসি

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //